Type Here to Get Search Results !

চিলাহাটিতে জাতীয় শোক দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডেস্ক: নীফামারী জেলার চিলাহাটিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে আওয়ামীলীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার আয়োজনে একটি র্যালী চিলাহাটি বাজার প্রদক্ষিণ শেষে চিলাহাটি ডাকবাংলা মাঠ প্রাঙ্গনে আওয়ামী লীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সভাপতি রাশেদুল ইসলাম ফিলিপের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান।
বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা আব্দুর জব্বার কানু, যুবলীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সভাপতি একে.এম জাহাঙ্গীর বসুনীয়া রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন চিলাহাটি প্রেসক্লাবের সহ-সভাপতি ওহাবুল হক, সাংগঠনিক সম্পাদক আপেল বসুনীয়া, যুবলীগ সাধারণ সম্পাদক লুৎফর রহমান লিটু, জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিকলীগ সভাপতি আলমগীর হোসেনসহ ছাত্রলীগ,যুব মহিলা লীগ,তাঁতী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আওয়ামী লীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল।