শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি : আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গৃহ হস্তান্তর উপলক্ষ্যে ৪র্থ পর্যায়ের (২য় ধাপ) শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে উপজেলা প্রশাসন পরিষদ সভা কক্ষে এর আয়োজন করেন।
পীরগঞ্জ উপজেলায় ১ম থেকে ৪র্থ ধাপ পর্যন্ত পৌর এলাকা সহ উপজেলায় মোট ১ হাজার ৮ শ ৫৬ টি উন্নত মানের রঙিন পাকা বাড়ি নির্মাণ করা হয়েছে। বর্তমানে এ উপজেলায় গৃহহীন বা ভূমিহীন না থাকায় গৃহহীন মুক্ত ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
ওই সময় বিস্তারিত আলোচনায় অংশ নেয় উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার নজির, সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ্ আল রিফাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক এনকে রানা, সাংবাদিক যথাক্রমে মেহের এলাহী, মোশাররফ হোসেন, মোকাদ্দেস হায়াত মিলন, বুলবুল আহম্মেদ, বিষ্ণু পদ রায় প্রমুখ। মোট ৩৫ জন স্থানীয় সংবাদ কর্মী প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন।