Type Here to Get Search Results !

চিলাহাটিতে অধিগ্রহণযোগ্য জমি মালিকরা উপযুক্ত দাম নিয়ে শঙ্কায়

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে অধিগ্রহণযোগ্য জমির মালিকরা উপযুক্ত দাম পাওয়া নিয়ে সংশয় ও শঙ্কায় পড়েছেন।
জমির মালিকদের রেলওয়ের কাজের জন্য জমি অধিগ্রহণযোগ্য চিঠি দিয়েছে জেলা প্রশাসক। চিঠি পাওয়ার পর জমির উপযুক্ত দাম পাওয়া নিয়ে জমির মালিকরা শঙ্কায় পড়েছে। কারণ জমির বর্তমান বাজার মূল্যের চেয়ে সংশ্লিষ্ট মৌজার মূল্য অনেক কম।
সূত্র জানায়- চিলাহাটি আধুনিক রেলওয়ে স্টেশন নির্মাণ এর পাশাপাশি রেল স্টেশন এর আশেপাশে চলছে বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজ।
এদিকে ষ্টৈশন সংলগ্ন ৩টি নতুন লুফ লাইন স্থাপন, ওয়াসফিট স্থাপনের কাজের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ আনুমানিক ২.৮৪ একর জমি অধিগ্রহণ করা হবে।
যা অধিকরণের বাজার মূল্য প্রতি শতক ডাঙ্গা জমির মূল্য ধরা হয়েছে ২৩ হাজার ৮ শত ৮২ টাকা , ভিটা জমির মূল্য ধরা হয়েছে ৭৬ হাজার ৮ শত ৭৫ টাকা, ডোবার মূল্য ধরা হয়েছে ৪ হাজার ৩ শত ৭৮ টাকা। যা সরকারি রেট অনুযায়ী ৩গুণ নির্ধারণ করা হয়েছে।