রাব্বি হাসান, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে
বেসরকারি সংস্থা শার্প এর উদ্যোগে বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায়
সমন্বিত কৃষি ইউনিটভূক্ত প্রাণিসম্পদ খাত এর আওতায় সেলফ-হেল্প এন্ড
রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ
মোশারফ হোসেনের সভাপতিতে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন জেলা প্রাণিসম্পদ প্রশিক্ষণ কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুল ইসলাম,
সেলফ-হেল্প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) দেবীগঞ্জ শাখার কৃষি
কর্মকর্তা মেহবুব উল সহিদ, ডোমার এরিয়া ব্যবস্থাপক নজরুল ইসলাম। বক্তব্য
রাখেন মির্জাগঞ্জ শাখা সহকারী মৎস্য কর্মকর্তা দীপঙ্কর রায়, চিলাহাটি
প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক আপেল বসুনীয়া প্রমূখ্য।
উক্ত অনুষ্ঠানটি
সঞ্চালনা করেন সেলফ-হেল্প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি
শাখার সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়। অনুষ্ঠানে বিভিন্ন খামারি,
পাইকার,ডিলার, বিভিন্ন ধরনের উদ্যোক্তা, ভোক্তা অংশগ্রহণ করেন।