আমিনুল ইসলাম, কাহারোল : দিনাজপুরের কাহারোল উপজেলায় নিখোঁজ হওয়ার তিনদিন পর গরু ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করে থানা পুলিশ মর্গে প্রেরণ করেছে। অতিরিক্ত পুলিশ সুপার খোদাবক্স সুমন পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট করার নির্দেশ দেন।
ঘটনার বিবরণে জানা যায়, কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের মৃত ফেওলা সাহার পুত্র মজিবর রহমান (৫৯) গত ৩০ মে রাতে নিখোঁজ হন।
এ ব্যাপারে পরিবারের লোকজন ১ জুন কাহারোল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে বৃহস্পতিবার রাতে একই ইউনিয়নের পার্শ্ববর্তী হাসুয়া গ্রামের এলাকাবাসী পাট ক্ষেতে একটি গলিত লাশ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
শুক্রবার ভোরে কাহারোল থানা পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
কাহারোল থানা অফিসার ইনচার্জ রইছ উদ্দিন জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে ধারণা করা হচ্ছে। থানায় মামলার এজাহার হলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।