আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল রোববার (৪জুন) উদ্বোধন হতে যাচ্ছে চিলাহাটি-ঢাকা দিবাকালীন আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন চিলাহাটি রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান- চিলাহাটিবাসীর দীর্ঘদিনের দাবি এই ট্রেনটিকে নিয়ে। এ সরকারের আমলে রেলের ব্যাপক উন্নতি হয়েছে।
আগামীকাল রোববার সকালে ঢাকার গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনটি চলাচলের শুভযাত্রা উদ্বোধন করবেন। অপরদিকে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন চিলাহাটি রেলস্টেশন থেকে ট্রেনটি শুভযাত্রা উপলক্ষে বাঁশি ফু দিয়ে যাত্রা শুরু করবেন।