শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মঙ্গলবার তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা ট্রাস্কফোর্স কমিটি এর আয়োজন করেন।
ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ করা, তামাক নিয়ন্ত্রেণ মোবাইল কোর্ট পরিচালনা করা, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান মুক্তকরণ, তামাক বিরোধী প্রচার-প্রচারণা করার ব্যবস্থা গ্রহণ করা, জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা সহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করার লক্ষ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
ওই সময় উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার নজির, সদ্য যোগদানকৃত সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার, পীরগঞ্জ হাসপাতাল আরএমও ডাঃ আব্দুর রহমান সোহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রাণী রায়, ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ, পীরগঞ্জ থানা ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মফিজুল হক, বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নওশের আলী, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, পৌর প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসেন ও সংশ্লিষ্টরা বক্তব্য দেন। এছাড়া ওইদিন একই সভাকক্ষে বিশ^ তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।