চিলাহাটি ডেস্ক রিপোর্ট:দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ আওয়ামী যুব লীগ পৌর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) বিকেল সাড়ে ৪টায় পৌর অডিটরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌর যুব লীগের সভাপতি তামিম আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়াররম্যান আলহাজ্জ¦ মো: হাফিজুল ইসলাম প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনিন মমিন, উপজেলা যুব লীগের সভাপতি শাহরিয়ার ইফতেখারুল আলম চৌধুরী বিপ্লব, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ অনেকে।
কাউন্সিলে পূর্বের কমিটি বিলুপ্ত করে সভাপতি হিসেবে পার্বতীপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও শাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর স্বত্ত্বাধিকারী আরাফাত হোসেন এবং সাধারণ সম্পাদক ছাত্র নেতা শামসুজ্জামান শামস এর নাম ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এসময় পার্বতীপুর পৌর সভার ৯টি ওয়ার্ডের যুব লীগ ছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।