শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ইউআরসি) ভবনে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুষ্টি সেবা সপ্তাহ উপলক্ষ্যে সোমবার পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ এর আয়োজন করেন। প্রথম থেকে তৃতীয় শ্রেণী ও চতুর্থ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ২টি গ্রুপ করে পুষ্টি জাতীয় মৌসুমী ফল চিত্রাঙ্কনে গুরুত্ব দেওয়া হয়ুুুুুুুুুুুুুুুুুুুুুুু।
ওই সময় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিুিুুবদ ইসরাত জাহান লিমা, ইউআরসি ইন্সটেক্টর আনোয়ার হোসেন, পীরগঞ্জ সরকারি হাসপাতালের হেল্থ ইন্সপেক্টর সাহেরা বানু, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পারুল বেগম, পীরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এন.কে রানা, সহকারি শিক্ষক রেজাউল করিম রাজা, সাংবাদিক যথাক্রমে- মোশাররফ হোসেন, মোকাদ্দেস হায়াত মিলন, শেখ সমশের আলী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।