Type Here to Get Search Results !

আদালতের নির্দেশে পীরগঞ্জে ৪ আসামী গ্রেফতার



শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁও আদালতের বিচারকের নির্দেশে বুধবার রাতে পীরগঞ্জ থানা পুলিশ বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৪ আসামীকে গ্রেফতার করেছে।
 গ্রেফতার কৃতরা হলো মুনজুয়ারা বেগম, সতীষ চন্দ্র রায়, সবুজ আলী ও সমিজ উদ্দীন। এসব আসামীদের বিরুদ্ধে ঠাকুরগাঁও আদালতে মামলা বিচারাধীন রয়েছে। আসামীরা দীর্ঘদিন ধরে আদালতে হাজির না হওয়ায় আদালতের বিচারিক কার্যক্রম বিলম্বিত হচ্ছে। 
ফলে আদালতের বিচারক ওই সব আসামীদের গ্রেফতার করার জন্যে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে নির্দেশ প্রদান করেন। তার নির্দেশে পীরগঞ্জ থানার এসআই যথাক্রমে গাবুর আলী সরদার, আশাদুল ইসলাম, আল আমিন ও সঙ্গীয় ফোর্স এসব আসামীকে গ্রেফতার করে বৃহস্পতিবার ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করেছে বলে থানা সূত্রে জানা গেছে।
বিভাগ