শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে রবিবার সকাল সাড়ে ১১ টায় মাতৃদুগ্ধ বিকল্প আইন সম্পর্কে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ এর আয়োজন করেন। মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ বিধিমালা ২০১৭ এর বিভিন্ন ধারা ও উপ ধারা সম্পর্কে সভায় অবহিত করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার। ১ থেকে ৬ মাস বয়সী শিশুদের মাতৃদুগ্ধ পান করার গুরুত্ব সম্পর্কে আলোচনা করার পাশাপাশি মাতৃদুগ্ধ বিকল্প খাদ্যের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। ওই সময় উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুর রহমান (সোহান), ডাঃ শাম্মী সাফিনাজ, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক এন.কে রানা, পৌর প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসেন, পীরগঞ্জ সরকারি হাসপাতাল প্রধান অফিস সহকারি মাইজুল হক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।