Type Here to Get Search Results !

পীরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা


শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলার পাশাপাশি চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক বিক্রয় ও সেবনকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। ২/১ টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে বলে বক্তারা জানান।
ওই সময় উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার নজির, সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল রিফাত, থানা ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, কমরেড নুরুজ্জামান, পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মফিজুল হক, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, ইউ’পি চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিজিবি সদস্য ও কমিটির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিভাগ