শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে কতিপয় অসাধু মাছ ব্যবসায়ী প্রকাশ্যে নিষিদ্ধ ও বিষাক্ত পিরহানা মাছ বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই বাজারের মাছ ব্যবসায়ী মানিক, নাসিম, বুধু ও আরো অনেকেই অতি মুনাফার লোভে এ নিষিদ্ধ মাছ প্রকাশ্যে বিক্রি করছে। এসব বিষাক্ত মাছ খেয়ে অনেকেই স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। বাড়ছে নানা রোগ বালাই।
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব অসাধু মাছ ব্যবসায়ীরা সকালে ও বিকেলে প্রকাশ্যে নেকমরদ বাজারে নিষিদ্ধ পিরহানা মাছ বিক্রি করছে। এসব মাছ খেয়ে নেকমরদ বাজারের মাছ ক্রেতা আবু তাহের, হলদিবাড়ি গ্রামের সুবাস চন্দ্র রায়, মলিন চন্দ্র ও রাণীশংকৈল শিবদীঘি এলাকার জাহাঙ্গীর আলম চারদিন আগে অসুস্থ হয়ে পড়েন।
এসব নিষিদ্ধ মাছ বিক্রয় চলতে থাকলে, মানুষের মৃত্যুর ঝুঁকি বাড়তে পারে বলে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার খালিদ মোশারফ জানান।
এসব অসাধু মাছ ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যে আমজনতা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।