Type Here to Get Search Results !

পীরগঞ্জে যুবলীগের শান্তি সমাবেশ

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে রবিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে পীরগঞ্জ পৌর শহরের পশ্চিম চৌরাস্তায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ এর আয়োজন করেন। বঙ্গবন্ধুর কন্যা, সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়। বক্তব্য দেন- সাবেক এমপি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, কেন্দ্রীয় যুবলীগ সহ সম্পাদক আরিফুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশিষ দত্ত সমীর, পীরগঞ্জ আওয়ামী যুবলীগ সভাপতি খোরশেদ আলম মোল্লা, সহ সভাপতি আব্দুস শহিদ বাবু, উপজেলা যুবলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন, পৌর যুবলীগ সাধারন সম্পাদক শাহজালাল বাবু, প্রশান্ত কুমার দাস, থানা ছাত্রলীগ সভাপতি তানভীর রহমান মিঠু, সাধারণ সম্পাদক রাজিউর রহমান রাজু প্রমুখ।
বিভাগ