শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাধ্যমিক স্কুল পর্যায়ের ছাত্র/ছাত্রীদের নিয়ে দূর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজন করেন। সমাজ থেকে দূর্নীতি মুক্ত করার লক্ষ্যে বির্তক প্রতিযোগীতায় বিভিন্ন ধরনের পরামর্শ উঠে আসে। ওই সময় দূর্নীতি প্রতিরোধ পীরগঞ্জ কমিটির সভাপতি মুসা সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ, পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নওশের আলী, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সাঈদা শাহানাজ ওই অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ জহিরুল হক, দূর্নীতি প্রতিরোধ পীরগঞ্জ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন, বিভিন্ন স্কুলে শিক্ষক, ছাত্র/ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।