।। ফজিলা খাতুন ।।
আলোকের মেলায় রবীন্দ্রনাথ,
সুরসাগরের হৃদয়ে রবীন্দ্রনাথ।
অমৃতের মতন মধুর তুমি,
বিশ্বজনের প্রিয় তুমি।
কাব্যের মেঘে রবীন্দ্রনাথ,
চাঁদের জ্যোতি হতে রবীন্দ্রনাথ।
মর্মভেদী কবিতা লিখেছ তুমি,
মনে মনে মুগ্ধ করে রেখেছ তুমি।
স্বপ্নের ভুবনে ছড়িয়েছ তুমি,
সুরের সাগরে ডুবিয়েছ তুমি।
বিশ্বজনের মাঝে সুখী তুমি,
সর্বজনীন তুমি, নির্বিশেষ তুমি।