Type Here to Get Search Results !

কৃষকের লাশ উদ্ধার করলো হাইওয়ে পুলিশ

এ রায়হান চৌধুরী রকি,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া বাইপাস সড়কে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যাক্তির রক্তাক্ত লাশ পড়ে ছিল । খবর পেয়ে ভজনপুর হাইওয়ে থানা পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেন। ঘটনাটি রবিবার রাত নয়টার দিকে জেলার তেঁতুলিয়া উপজেলা সদর ইউনিয়নের পঞ্চগড়-বাংলাবান্ধা সড়কের বিজয় স্মরনী বাইপাস এলাকায়।
নিহত শফিকুলের বাড়ি উপজেলার আজিজনগড় এলাকায় । সে ওই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। ভজনপুর হাইওয়ে থানার উপ পরিদর্শক রেজাউল ইসলাম জানান রাত নয়টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া যায় তেঁতুলিয়া উপজেলার বিজয় স্মরনী বাইপাস সড়কে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে আছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মাখা লাশ উদ্ধার করা হয়, সেই সাথে বাইসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
নিহতের মাথায় গুরুতর জখম হয়ে অনবরত রক্ত বের হতে দেখতে পাই। পরে এলাকাবাসী ও স্বজনরা নিহতের পরিচয় নিশ্চিত করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
স্থানীয়দের বরাতে তিনি জানায় ট্রাক, পিকআপ অথবা মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয় শফিকুল। তদন্ত করা হচ্ছে হাইওয়ে থানাগুলোতে জানিয়ে দেওয়া হয়েছে এই দূর্ঘটনার কথা। যদি কোন ট্রাক বান অন্য কোন যানবাহনের সামনের অংশে ভাঙ্গা বা অন্য কোন লক্ষন বোঝা যায় তাহলে সাথে সাথে জব্দ করা হবে।
তেঁতুলিয়া থানার পরিদর্শক তদন্ত আরমান আলী জানান ঘটনাস্থলে লাশ উদ্ধারে হাইওয়ে পুলিশের সাথে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ কাজ করছে।
বিভাগ