আজম রেহমান, ঠাকুরগাঁও ব্যুরো, চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁওয়ে এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে রবিবার (২১ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক, জাতীয় ও স্থানীয় স্বেচ্ছাসেবী ৫০ টি সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রেজেন্টেশনের মাধ্যমে অন্যান্য সংস্থাগুলো তাদের বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পর্কে বর্ণনা করেন।
এ সময় জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, আপনাদের সকল কাজে সরকারের প্রতিনিধিদের সমন্বয় করবেন। আপনারা সমাজ দেশ তথা মানুষের জন্যই কাজ করেন। আপনারা অনেক গভীরে প্রবেশ করে কাজ করতে পারেন।
সংস্থাগুলোর উদ্দেশ্যে তিনি আরো বলেন, জেলা সহ উপজেলাগুলোর স্কুলগুলোতে ছাত্রীদের জন্য আলাদা উন্নত বাথরুমের ব্যবস্থা করনে সকলকেই এগিয়ে আসার আহবান জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন ভূঁইয়া সহ স্বেচ্ছাসেবী ৫০ টি সংস্থার প্রতিনিধিরা।