শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ থানা পুলিশ উপজেলার দুটি স্থানে সাড়াশী অভিযান চালিয়ে ১২ জুয়ারু কে গ্রেফতার করেছে। সেই সাথে পুলিশ জুয়ারুদের ৪টি মোটর সাইকেল সহ ৪৯ হাজার ৮ শত ২০ টাকা জব্দ করেছে। জানা গেয়ে পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামে ফরিদুল ইসলামের আম বাগানে মঙ্গলবার রাতে বড় আকারের জুয়া খেলার আসর বসেছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ও পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম এর নির্দেশে থানার এসআই রতন চন্দ্র রায়, সঙ্গী এএসআই অশোক কুমার রায়, এএসআই মোস্তাফিজুর রহমান, এএসআই বেলাল হোসেন, কন্সট্রোবল নাজমুল হায়দার, কন্সট্রোবল মাসুদ আলম ওই বাগানে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৮ জুয়ারু কে হাতে নাতে গ্রেফতার করেন।
গ্রেফতার কৃতরা হলো ওই এলাকার ইলিয়াস আলী (৩৫), ফয়জুল ইসলাম(৪৫), মাহাবুব আলম(৩৮), হামিদুর রহমান(৫৮), দিনেশ চন্দ্র রায়(৪২), সানারুল ইসলাম(৪৯), মোঃ সিদ্দিক(৪৯) ও শরিফুল ইসলাম(৬৩) কে আটক করেন। ওই জুয়ার আসর থেকে ৪টি মোটর সাইকেল সহ ৪৯ হাজার ৮ শত ২০ টাকা জব্দ করেন থানা পুলিশ।
এছাড়া পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া এলাকা থেকে ৪ জুয়ারু মুসলিশ(৪০), আমিনুল ইসলাম(৪০), জগদিশ দেব নাথ(৫০) ও শুবল চন্দ্র রায় কে ৯ শত ৩০ টাকা সহ মোট ১২ জুয়ারু কে থানা পুলিশ গ্রেফতার করেছে। বুধবার দুপুরে ওই সব জুয়ারুদের ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।