শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ঘিডোব গ্রামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পীরগঞ্জ থানা পুলিশ ওই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে থানায় এনে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠিয়েছেন।
নিহত দশম শ্রেণির স্কুল ছাত্রী চন্দ্রিমা রানী (চাঁদনী) ওই গ্রামের অমল চন্দ্র রায়ের কন্যা বলে জানা গেছে। ওই ইউনিয়নের ছিট ঘিডোব গ্রামের জীবন রায় কাঁঠমিস্ত্রি এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। উভয় পক্ষের অভিভাবক ছেলে ও মেয়ে বিবাহের কথাবার্তা ঠিক করে এবং মেয়ের বাবা অমল চন্দ্র রায় জীবন রায়ের ঘর নির্মাণ করার জন্যে ৬ হাজার ইট কিনে দেন। হঠাৎ করে মেয়ে আত্মহত্যার বিষয়টি অমল চন্দ্র রায় মেনে নিতে পাড়ছেনা।
এ আত্মহত্যার পিছনে কারো কোন প্ররোচনা বা কোন উদ্দেশ্যে আছে কিনা তার রহস্য উদঘাটনের জন্যে মেয়ের পরিবার সংশ্লিষ্ট প্রশাসন কে অনুরোধ জানিয়েছেন।