শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিহ হয়েছে।
সোমবার অনুষ্ঠিত সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ব্যাপক আলোচনা হয়। ২/১ টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এ উপজেলায় আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো বলে সভায় জানানো হয়।
পীরগঞ্জ থানা গেট সংলগ্ন মাদক কারবারি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন কমিটির সদস্যরা। আইন শৃঙ্খলার পাশাপাশি চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও - ৩ আসনের সংসদ সদস্য জাপার কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহম্মদ, উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, বিজিবি সদস্য, ইউ’পি চেয়ারম্যানগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।