শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার লোহাগাড়া নামক স্থানে আজ মঙ্গলবার ওপেন হাউজ ডে - ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গিবাদ-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’’ এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে পীরগঞ্জ থানা পুলিশ ওপেন হাউজ ডে করেছেন।
উক্ত ওপেন হাউজ ডে উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বিস্তারিত বক্তব্য দেন- ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাঃ জাহাঙ্গীর হোসেন।
ওই সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, পীরগঞ্জ জোনের পুলিশের সার্কেল এএসপি মঞ্জুরুল আলম, থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ৩নং খনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদ, পীরগঞ্জ থানা ওসি তদন্ত বিদ্যুৎ কুমার চৌধুরী, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, জন প্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।