Type Here to Get Search Results !

পীরগঞ্জে ৮ শ্রেষ্ঠ করদাতাকে সম্মাননা

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ভূমি সেবা সপ্তাহের সমাপনী দিনে পীরগঞ্জ উপজেলায় ৮জন ব্যক্তিকে ভূমি উন্নয়ন শ্রেষ্ঠ করদাতা নিবার্চন করা হয়েছে। এসব নিবার্চিত ব্যক্তিদের কে রবিবার দুপুরে পীরগঞ্জ ভূমি অফিস চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা প্রদান করেন উপজেলা নিবার্হী অফিসার ও সহকারী কমিশনার ভূমি (অঃদঃ) মোঃ শাহরিয়ার নজির।
ভূমি উন্নয়ন শ্রেষ্ঠ করদাতারা হলেন, ভোমরাদহ ইউনিয়নের আব্দুল আজিজ, কোষারাণীগঞ্জ ইউনিয়নের শাহজাহান আলী, খনগাঁও ইউনিয়নের মাহাবুব জামিল, ৬নং পীরগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী জাহেদুর ইসলাম (জাহিদ), হাজীপুর ইউনিয়নের আমিনুল ইসলাম, ৮নং দৌলতপুর ইউনিয়নের রশিদা আজিজ, ফাউন্ডেশনের ম্যানেজার মুক্তারুল ইসলাম ও জবরহাট ইউনিয়নের শাহাজাত আলী, উপজেলা ও ইউনিয়নের শ্রেষ্ঠ কর দাতা নিবার্চিত হয়েছেন।
বিভাগ