জুয়েল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে আব্দুস সালাম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার দিবাগত রাতে নীলফামারী জেলার চিলাহাটির ভোগডাবুড়ী
ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা চিলাহাটি ওয়েবকে জানান- ঘটনার রাতে ভোগডাবুড়ী ইউনিয়নের সেটের কামাত এলাকার মৃত মফিজ উদ্দিন ওরফ ধুদির ছেলে আব্দুস সালাম পার্শ্ববর্তী মাস্টার পাড়া গ্রামের খায়রুল ইসলাম জুয়েলের বাগানে সুপারি চুরি করতে যায়। এ সময় সালাম সুপারি গাছ থেকে পরে গিয়ে তার মৃত্যু ঘটে।
এলাকাবাসী আজ বুধবার সকালে সুপারি বাগানে সালামের মৃত দেহ
দেখে পুলিশকে খবর দিলে ডোমার থানার পুলিশ ঘটনাস্থলে এসে সালামের মৃতদেহ উদ্ধার করে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদ উন নবী চিলাহাটি ওয়েবকে বলেন- সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।