শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মঙ্গলবার দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। বেসরকারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ উপজেলায় ১১ টি বেসরকারি প্রতিষ্ঠানে মোট ৫৫ লক্ষ টাকা সরকারি অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজন করেন এবং সেকেন্ডারি এডুকেশন ডেভলপমেন্ট এর বাস্তবায়ন করেন। কর্মশালায় উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, পীরগঞ্জ সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ প্রফেসর মজিবর রহমান, জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার সাঈদা শাহানাজ সহ সংশ্লিষ্টরা কর্মশালায় অংশ নেয়।