Type Here to Get Search Results !

ফুলবাড়ীতে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আফজাল হোসেন, ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব :দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মো: আমিনুল ইসলাম বাবলু বিনা প্রতিদ্বন্ধি¦তায় সভাপতি ও মো: সামিউল ইসলাম বিনা প্রতিদ্বন্ধিতায় সহ সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নুরুল ইসলাম (ফকির আলী) নির্বাচিত হন। গত ২৭শে মে শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ত্রি-বার্ষিক নির্বাচন২০২৩ অনুষ্ঠিত হয়।
 বিকেল সাড়ে ৫ টায় ফলাফল ঘোষণা করা হয়। এতে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন সহ সাধারণ সম্পাদক পদে মো: মোস্তাফিজুর রহমান, প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন সাংগঠনিক পদে মো: ফজলুর রহমান, বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন অর্থ ও সম্পাদক পদে মো: মতিয়ার রহমান, প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন প্রচার সম্পাদক পদে মো: সেরাজুল ইসলাম, বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন দপ্তর সম্পাদক পদে মো: আব্দুর রাজ্জাক ও বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন সদস্য পদে মো: পারভেজ রহমান। বিকেল সাড়ে ৫টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো: সাজ্জাদ হোসেন সাজু, সহকারী নির্বাচন অফিসার মো: মমিনুল ইসলাম, সহকারী নির্বাচন অফিসার মো: মুরাদ হোসেন। মোট ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভাগ