শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন পীরগঞ্জ উপজেলায় ৩১ লক্ষ টাকা মূল্যের কম্বাইন্ড হারভেষ্টার বিতরণ করা হয়েছে। এর মধ্যে সরকারি ভাবে কৃষককে ১৫ লক্ষ ৫০ হাজার টাকা ভুর্তুকি দেওয়া হবে।
জানা গেছে, বাংলা মার্ক কোম্পানি কর্তৃপক্ষ পীরগঞ্জ উপজেলায় এই মেশিনটি আনার পর বৈরচুনা ইউনিয়নের শিংহোর গ্রামের গমির উদ্দীন সরকার এর পুত্র রফিকুল ইসলামকে এ মেশিনটি হস্তান্তর করা হয়। চলতি মৌসুমে এই মেশিনটি এলাকার কৃষকদের অল্প খরচে কম সময়ে ধান কাটা মাড়াইয়ে সহযোগিতা করবে বলে কৃষক রফিকুল ইসলাম জানান।
বিতরণ কালে উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার নজির, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ সাইফুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ জয়নাল আবেদীন বাবুল, পৌর প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসেন, কৃষক রফিকুল ইসলাম, উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ, সাংবাদিক এম.কে রানা, শেখ সমশের আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ মেশিনটি বিতরণ করা হয়।