আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে পেকিন হাঁস বিষয়ক খামার দিবস পালন হয়েছে। বৃহস্পতিবার দুপুর চিলাহাটির ছয়ফুটিয়া গ্রামে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সেলফ-হেল্প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সফল খামারী ইব্রাহিম খলিলের সভাপতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেলফ-হেল্প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলাহাটি প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক আপেল বসুনীয়া, বাংলাদেশ রাইফেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক কারিমুল ইসলাম, সব্দিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আজাদ মাসুম সাজ্জাদ স্বাধীন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলফ-হেল্প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়। অনুষ্ঠানে প্রায় ৫০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করে।