শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার সকাল ১১ টায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
স্থানীয় বেসরকারি সংস্থা মানব কল্যাণ পরিষদ (এমকেপি ও সিএসও) কর্তৃপক্ষ এর আয়োজন করেন। ‘সবার সাথে ঐক্য গড়ি, নারী নির্যাতন বন্ধ করি’ এই স্লোগানকে কেন্দ্র করে শহরে ব্যাপক প্রচার প্রচারণা করা হয়। উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান মোঃ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবাস্তয়ন কর্মকর্তা পিআইও মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্না তারা ইয়াছমিন, সাংবাদিক, এনজিও কর্মী সহ অন্যান্যরা বক্তব্য দেন।