Type Here to Get Search Results !

মাগো তুমি











ফজিলা খাতুন 
 অদৃশ্য তোমার ভালোবাসা
 মিটায় আমার ক্ষুধা তৃষ্ণা।
শুনলে তোমার মধুর কথা
 জাগে বাঁচার নতুন আশা।
 তুমি তো সেই মহীয়সী
 সকল সুখের সুখ প্রেয়সী।
মিষ্টি তোমার কড়া শাসন
যোগায় আমার শক্তি সাহস।
 চলতে গিয়ে পাইনা ভয়
 করো দোয়া প্রাণময়।
মাগো তোমার কাছে নেই কিছু পাওয়া
তুমি সকল সুখের ছায়া।
তোমার মত নেই দরদী
দেখলেই বুঝো দুঃখ সবই। 
মাগো তুমি গর্ভ ধারিনী
 হয়েছ তাই জগত জননী।
মাগো তুমি নও স্বার্থপর
করেছো সেবা জীবনভর
 বিলিয়ে দিয়েছ প্রাণ তোমার 
 ধন্য হয়েছে জীবন আমার।
বিভাগ