শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : বাংলদেশের কমিউনিষ্ট পার্টির পীরগঞ্জ শাখার উদ্দোগে বৃহস্পতিবার দুপুরে পূর্ব চৌরাস্তায় মানববন্ধন করা হয়েছে। পৌর এলাকা সহ পীরগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়নের পাঁচ শতাধিক নেতা-কর্মী মানববন্ধনে অংশ নেয়।
দ্রব্যমূল্যের দাম অসহনীয়, জনসাধারণের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাওয়া, প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং না থাকার প্রতিবাদে মানববন্ধন করা হয়। চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, আটা, ময়দা, মাছ, মাংস, মসলা, পেয়াজ, রসুন সহ প্রতিটি নিত্যপণ্যের দাম দিন দিন অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে এ উপজেলায়।
যা মধ্যম আয়ের ও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। এসব পণ্যের ক্রয় মূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্যে নেতা-কর্মীরা জরুরি ভাবে সরকার সহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।