আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়েছে।
জানা গেছে- জেলার চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের পাটোয়ারি পাড়ায় আজ মঙ্গলবার ভোর ৪টা ১৫ মিনিটে নবাব উদ্দিনের গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুনে সূত্রপাত ঘটে।
মুহূর্তের মধ্যে নবাব উদ্দিনের ১টি ঘর, রান্না ঘর, গোয়ালঘর, মনির উদ্দিনের ২টি ঘর, রানাঘর, শামসুল হকের ২টি ঘর, রান্নাঘর, গোয়ালঘর এবং আব্দুর রহমানের ১টি ঘর, রান্নাঘর ও গোয়ালঘরসহ ৪টি পরিবারের প্রায় ১০টি ঘরের চাল, ধান, আসবার পত্র, কাপড়সহ প্রায় ২ লক্ষ টাকার ভুসিভূত হয়েছে।
চিলাহাটি ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার আতাউর রহমান জানান- ঘটনাস্থলে আমরা সময় মত পৌঁছেছি কিন্তু ভিতরে যাওয়ার রাস্তা না থাকায় আমাদের পৌঁছাতে একটু দেরি হয়েছে।
এলাকাবাসী জানায়- রেলঘুনটিতে রাস্তার উপরে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করায় কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলে সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে সময় পৌঁছাতে পারে না।