শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ সোমবার পীরগঞ্জ থানা চত্বরে অগ্নিকান্ড নিয়ন্ত্রক মহড়া চালিয়েছে।
পীরগঞ্জ থানায় বৈদ্যুতিক শট সার্কিট, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, অগ্নিকান্ডের হাত থেকে সরকারি সম্পদ রক্ষা করা ও মানব সৃষ্ট দূর্যোগ থেকে পীরগঞ্জ থানাকে সুরক্ষা দেওয়ার জন্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ মহড়া চালায়।
ওই সময় পীরগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার গোলাম মোস্তফা মহড়ায় নেতৃত্ব দেন। থানাকে অগ্নিকান্ড থেকে সুরক্ষা দেওয়া ও মানব সৃষ্ট দূর্যোগ থেকে রক্ষা করার জন্যে বাস্তব মুখী প্রশিক্ষন গ্রহন করেন থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, এসআই গাবুর আলী সরদার ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা।