Type Here to Get Search Results !

৯১ জনকে নিয়োগ দেবে উত্তরা ফাউন্ডেশন


নতুন জনবল নেবে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা উত্তরা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটিতে ০৬ টি পদে নীলফামারী ও পঞ্চগড় জেলায় ৯১ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

১। পদের নাম : শাখা ব্যবস্থাপক 
        পদ সংখ্যা :
        বেতন ভাতা : ১৫,০০০+১০,০০০=২৫,০০০/-
                             ২০,০০০+১০,০০০=৩০,০০০/-
       শিক্ষাগত যোগ্যতা : স্নাত্বক
       অভিজ্ঞতা : এনজিওতে ক্ষুদ্রঋন কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক হিসেবে ১বছরের অভিজ্ঞতা থাকতে হবে
 
২। পদের নাম : একাউন্স অফিসার
        পদ সংখ্যা : ৫
        বেতন ভাতা : ১০,০০০-১৫,০০০/-
       শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্য বিভাগে এইচএসসি/স্নাতক ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
       অভিজ্ঞতা : প্রয়োজ নেই।
 
৩। পদের নাম : সিনিয়র ফিল্ড অফিসার
        পদ সংখ্যা : ২৫
        বেতন ভাতা : ১২,০০০+১০,০০০=২২,০০০/-
                            ১৫,০০০+১০,০০০=২৫,০০০/-
       শিক্ষাগত যোগ্যতা : এইচ.এস.সি/স্নাত্বক।
       অভিজ্ঞতা : এনজিও ক্ষুদ্রঋন কর্মসূচিতে ১বছরের অভিজ্ঞতা। 
  
৪। পদের নাম : জুননিয়র ফিল্ড অফিসার (নারী)
        পদ সংখ্যা : ২৫
        বেতন ভাতা : ১০,০০০+১০,০০০=২০,০০০/-
                             ১২,০০০+১০,০০০=২২,০০০/-  
       শিক্ষাগত যোগ্যতা : এইচ.এস.সি।
       অভিজ্ঞতা : অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
 
৫। পদের নাম : স্বাস্থ্য আপা
        পদ সংখ্যা : ২০
        বেতন ভাতা : ৭,০০০+১০,০০০=১৭,০০০/-
                             ১০,০০০+১০,০০০=২০,০০০/- 
       শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/এসএসসি /নাসির্ং ডিপ্লোমা ।
       অভিজ্ঞতা : ১ বছরের কাজের অভিজ্ঞতা সহ নিজেস্ব কীট বক্স থাকতে হবে ।
 
৬। পদের নাম : শিক্ষা অফিসার
        পদ সংখ্যা : ১০
        বেতন ভাতা : ১২,০০০+১০,০০০=২২,০০০/-
                             ১৫,০০০+১০,০০০=২৫,০০০/- 
       শিক্ষাগত যোগ্যতা : স্নাত্বক/মাস্টার্স ।
       অভিজ্ঞতা : অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ।
 
শর্তাবলীঃ ----------------------

. বয়স সর্বোচ্চ ৪০ বছর(৩০/০৬/২০২৩ পর্যন্ত)  

 

. আবেদনের সহিত ইসলামী ব্যাংক দেবীগঞ্জ শাখা সঞ্চয়ী হিসাব (উত্তরা ফাউন্ডেশন-২০৫০৭৭৭০২০৬২৮২২৫১) এর অনুকুলে পরীক্ষার ফি বাবদ  সকল পদের জন্য ৩৫০/-টাকার ডিপোজিট স্লিপ অথবা সমপরিমান টাকা প্রধান কার্যালয়ের হিসাব বিভাগে জমা দিয়ে মানিরিসিপ্ট গ্রহন করে (অফেরত যোগ্য) জমা দিতে হবে  

 

. সকল পদের জন্য চুড়ান্ত নিয়োগের পর সংস্থার গাইড লাইন অনুযায়ী কাজ করার জন্য অফিস মাঠ পর্যায়ে মাসের বাস্তব প্রশিক্ষন নিতে হবে এবং প্রশিক্ষন কালীন মাস কোন বেতন দেওয়া হবেনা,শুধু টিএ/ডিএ বাবদ ৩০০০/-টাকা প্রদান করা হবে  

 

. সংস্থায় যোগদানের সময় নং পদের জন্য ২০,০০০/-(বিশ হাজার) টাকা এবং ,, নং পদের জন্য আলোচনা সাপেক্ষে (ফেরত যোগ্য) জামানত সংস্থার প্রধান কার্যালয়ের হিসাব বিভাগে জমা দিতে হবে জামানত সংস্থায় কর্মরত থাকা কালীন সময় পর্যন্ত জমা থাকবে এবং চাকুরী হতে অব্যহতির ১মাস পরে ফেরত দেওয়া হবে  

 

. নিজেস্ব স্ক্রুটি বা মটরসাইকেল থাকতে হবে  

 

. ত্রুটিপুর্ন আবেদন বাতিল করা হবে

 

আগ্রহী প্রার্থীগনকে আগামী ৩০/০৬/২০২৩ইং তারিখের মধ্যে সদ্ব তোলা ২কপি পিপি সাইজ ছবি,এনআইডি ফটোকপি,সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি,নাগরিকতা,অভিজ্ঞতা পত্র(যদি থাকে) ও বায়োডাটা সহ আবেদন বরাবর নির্বাহী পরিচালক, উত্তরা ফাউন্ডেশন,প্রধান কার্যালয়, চিলাহাটি-৫৩৪১,ডোমার,নীলফামারী এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে ।
 
আবেদনের শেষ সময় : ৩০ জুন ২০২৩

 নির্বাহী পরিচালক
 
 উত্তরা ফাউন্ডেশন 
প্রয়োজনে : ০১৭২৯৪০১০৪৯
                          ০১৭৯৩৪৪২০০০