শেখ সমশের আলী, পীরগঞ্জ প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে সোমবার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে চোরাচালান ও নাশকতা প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
চলতি মাসে পীরগঞ্জ উপজেলায় অগ্নিকান্ডের ঘটনা, পৌর শহরে ব্যাপক যানজট, চুরি, মোবাইল ফোনের মাধ্যমে জুয়া খেলা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বলে বক্তারা সভায় জানান।
ওই সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, ইউ’পি চেয়ারম্যান মোঃ হিটলার হক, মোঃ শহিদ, জয়নাল আবেদীন, সনাতন চন্দ্র রায়, সাইদুর রহমান, বিজিবি সদস্য, সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।