Type Here to Get Search Results !

চিলাহাটিতে ফ্রি মেডিকেল ক্যাম্প

ডোমার (নীলফামারী) প্রতিনিধি : পবিত্র ঈদ উল ফিতর ও চিলাহাটি আমাদের চিলাহাটির সৌজন্য দরিদ্র, অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে চিকিৎসা সেবা স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শ প্রয়োজনীয় ঔষধ ভিটামিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চিলাহাটি ডাকবাংলা মাঠে দিনব্যাপী স্বাস্থ্যসেবা প্রদান করেন সমাজসেবক মৃত মনোয়ার হোসেন মনো মিয়ার মেয়ে দেলেরা আখতার মুক্তি ও তার জামাই ডাক্তার এ কে এম রেজাউল আলম লাবু।
থ্রি চিকিৎসা পত্র ও ঔষধ এলাকার নিম্ন আয়ের মানুষরা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। চিকিৎসা নিতে আসা রামিছা বেগম(৭০) বলেন, স্থানীয় জামাইবাবু বেড়াতে এসে আমাদের কথা চিন্তা করে যে সেবা দিল এর কোন তুলনা হয় না। 
ডাক্তার রেজাউল আলম বলেন, ঈদ উপলক্ষে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে সহধর্মিনীর এলাকার অভাবি বয়স্ক ও শিশুদের চিকিৎসা সেবা দিতে পেরে নিজেকেই গর্ববোধ করছি। এই এলাকায় ইতিপূর্বে একাধিকবার ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা প্রদান করেছি।