Type Here to Get Search Results !

ঈদ শেষে চিলাহাটি ছাড়ছে মানুষ


আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছে মানুষ।
গত রোববার থেকেই শুরু হয়েছে ঈদযাত্রার ফিরতি রেল সার্ভিস। সোমবার দুপুরে চিলাহাটি রেল স্টেশনে ঘর ফেরত কর্মজীবীদের ভিড় দেখা গিয়েছে।
নীলফামারী জেলার চিলাহাটি রেলওয়ে স্টেশনে শুধু যে রাজধানীমুখী মানুষের ভিড়, তা নয়। রাজশাহী, খুলনা আন্তঃনগর ট্রেনে যাচ্ছে অনেকেই।
বিশেষ করে চিলাহাটি-ঢাকা ঈদ স্পেশাল ট্রেন ভীড় লক্ষ্য করা গেছে। এছাড়াও আজ মঙ্গলবার দুপুরে চিলাহাটি রেল স্টেশনে দেখা গেছে ভিন্ন চিত্র।
এমনিতেই ঈদের ভিড় অপরদিকে ধান কাটা মৌসুমে সান্তাহার, জয়পুরহাট, আক্কেলপুরসহ বিভিন্ন অঞ্চলের শ্রমিকরা ছুটেছে। এতে করে ঈদে ফিরতি মানুষ এবং ধান কাটার শ্রমিকদের ভিড়ে চিলাহাটি স্টেশনে ঠাসাঠাসি এবং মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।