শেখ সমশের আলী, পীরগঞ্জ প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার লোহাগাড়া বাজারের দক্ষিন পাশের্^ ঠাকুরগাঁওগামী পাঁকা সড়কে ট্রাক্টরের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার রাত ১০ টায় ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, ভোমরাদহ ইউনিয়নের মালিপাড়া গ্রামের যতিন চন্দ্র রায় সেনুয়া বাজারে দর্জি (সেলাই কাজ) শেষ করে মটরসাইকেল যোগে মেয়ের বাড়ি যাচ্ছিল।
ঘটনাস্থলে পৌছা মাত্রই ১টি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে পাঁকা সড়কের উপর ফেলে দেয়। যতিন গুরুতর আহত হয়ে ঘটনা স্থলেই নিহত হয়। থানা পুলিশ ট্রাক্টরটিকে জব্দ করেছে।