Type Here to Get Search Results !

ট্রাফিক ব্যবস্থা নেই পীরগঞ্জ পৌর শহরে : সীমাহীন যানজট


শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ট্রাফিক ব্যবস্থা না থাকায় পীরগঞ্জ পৌর শহরে সীমাহীন যানজট বাড়ছে। প্রতিদিন একাধিক দূর্ঘটনা ঘটা সহ জন দূর্ভোগ বাড়ছে।
পৌর শহরের পূর্ব চৌরাস্তা, পশ্চিম চৌরাস্তা বটতলি ও কলেজ বাজার এলাকায় প্রতিদিন সীমাহীন যানজটের সৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে যানজট ঢাকা শহরের রুপ ধারণ করছে। ১/২ ঘন্টা পর্যন্ত যানজট লেগে থাকায় মানুষের নানা রকম সমস্যা সৃষ্টি হচ্ছে।
শহরের রাস্তাগুলো আয়তনের তুলনায় অসংখ্যা যানযাহন চলাচল করা, শহরের প্রধান প্রধান সড়কগুলোর দুই পাশে ব্যবসায়ীরা দখল করে মালামাল সাজিয়ে রাখা, বাস, পাগলু, সিএনজি চালিত গাড়ি, নসিমন, করিমন, ব্যাটারি চালিত অটোভ্যান, রিক্সা সহ বিভিন্ন ধরনের যানবাহন রাস্তার পাশে থামিয়ে রাখার কারণে রাস্তা সুরু হয়ে যানজট প্রকট আকার ধারণ করছে। যানজটের কারণে প্রতিদিন শহরে দূর্ঘটনা ঘটছে।
যানবাহন চালক ও পথচারিদের মধ্যে প্রায় মারামারির ঘটনা ঘটছে। প্রতিদিন কমপক্ষে পৌর শহরে ৮/১০ টি দূর্ঘটনা ঘটে থাকে বলে পৌর এলাকার বাসিন্দা কাজী আজিজুল হক জানান। বর্তমানে পৌর শহরের যানজট প্রকট আকার ধারণ করায় সাধারণ মানুষ নিরাপদ ভাবে রাস্তায় চলাচল করতে পারছে না।
এসব বিষয়ে পৌর কর্তৃপক্ষ জেনেও কোন কঠোর পদক্ষেপ নিচ্ছে না। ফলে, এলাকার সুশীল সমাজ ও আমজনতা দিন দিন পৌর মেয়রের প্রতি ক্ষিপ্ত হচ্ছে।
এ ব্যাপারে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হকের মতামত জানতে চাওয়া হলে, তিনি মোবাইল ফোন রিসিভ করেননি। বিষয়টি এলাকার অভিজ্ঞ মহল সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
বিভাগ