Type Here to Get Search Results !

চিলাহাটিতে এই প্রথম ঈদ স্পেশাল ট্রেন : যাত্রার তারিখ ও সময় সূচি

চিলাহাটি ওয়েব ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নীলফামারী জেলার চিলাহাটিতে এই প্রথমবারের মতো ৫ দিন ব্যাপী চলবে ঈদ স্পেশাল ট্রেন।
রেলওয়ে সূত্র মতে জানা গেছে- ঈদ স্পেশাল ১৫ এবং ১৬ নামক ট্রেনটি ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে চলাচল করবে। ঈদের আগে ৩ দিন ১৮, ১৯ ও ২০ এপ্রিল এবং ঈদের পরে ২ দিন ২৪ ও ২৫ এপ্রিল ঈদ স্পেশাল ট্রেন চলাচল করবে। 
ট্রেনটি ঢাকা ছাড়বে রাত ২৩:৫৫ এবং চিলাহাটি পৌঁছেবে সকাল ৮:৪৫ মিনিটে। অপরদিকে চিলাহাটি থেকে ছাড়বে সকাল ৯:৪৫ মিনিটে এবং ঢাকা পৌঁছেবে রাত ১৯ঃ৫৫ মিনিটে।
এছাড়াও চিলাহাটি-ঢাকা রুটে চলাচলকরী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আগের টাইম টেবিলেই চলবে।