শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : সোমবার পর্যন্ত পীরগঞ্জ থানা পুলিশ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার পীরগঞ্জ থানা পুলিশ ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করেছে।
জানা গেছে, ভেলাতৈড় ভদ্রপাড়া গ্রামের আফজাল হোসেন এর পুত্র জাবেদ আলী, একই গ্রামের মনসুর আলী এর পুত্র মুরাদ হোসেন বিশ্বাসপুর গ্রামের সমির উদ্দিন এর পুত্র হাসান আলী, জগথা গ্রামের নফিল উদ্দিন (মুড়ল) এর পুত্র আসাদুল ইসলাম ও একই গ্রামের আমিনুল হক এর পুত্র জনিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।