Type Here to Get Search Results !

চিলাহাটির রফিকুল হত্যা মামলার আসামী গ্রেফতার


আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে হত্যা মামলার আসামী বিটুল ইসলামকে (৪৭) গ্রেফতার করেছে র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেশন কোম্পানী-২ নীলফামারীর একটি অভিযানিক দল। বিটুল ইসলাম চিলাহাটি'র গোসাইগঞ্জ (শিমুলতলী) নেংড়ির মোড়  গ্রামের মৃত. লুৎফর রহমানের ছেলে। শুক্রবার (২৮ এপ্রিল) রাতে পাশ্ববর্তী  পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানাধীন টেপ্রীগঞ্জ ইউনিয়নের মিলন বাজার এলাকা হতে বিটুল ইসলামকে (৪৭) গ্রেফতার করে ডোমার থানায় সোর্পদ করেছে র‌্যাব। বিটুল ইসলাম সহোদর ভাই রফিকুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামী।

র‌্যাব-১৩ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। র‌্যাব জানায়- বিটুল ইসলামের সহোদর ভাই রফিকুল ইসলামের (৬০) সাথে জমি-জমা সংক্রান্ত বিষয়ে দির্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।

দ্বন্দ্বের জেরে গত ২৩ এপ্রিল সন্ধ্যায় তাদের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। উক্ত বাক বিতন্ডার মধ্যে বিটুল ইসলামের অন্য ভাই রমজানের ছেলে মনির এর কোদালের কোপে রফিকুল ইসলাম ওরফে বেহারী ঘটনাস্থলে প্রাণ হারায়। ঘটনার পর থেকে বিটুল ইসলাম পলাতক ছিলেন। নিহতের ঘটনার প্রেক্ষিতে ডোমার থানায় ২৪ তো এপ্রিল একটি হত্যা মামলা রুজ্জু করা হয়।