Type Here to Get Search Results !

পীরগঞ্জে মারপিটে আহত পিতা-পুত্র হাসপাতালে ভর্তি : থানায় অভিযোগ

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় মল্লিকপুর ব্রীজের উপরে সন্ত্রাসী হামলার স্বীকার হন মল্লিক পুর গ্রামের সুরমান আলী ও তার পুত্র মিজানুর রহমান।সে সময় ঘটস্থলে এলাকাবাসী ও পথচারী এসে সন্ত্রাসী মোঃহুমায়ুন কবির ও জুয়েল রানার কবল থেকে উদ্ধার করে প্রাণ বাঁচায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য ভর্তি করেন।
জানা যায়,একই গ্রামের জুয়েল রানা ও হুমায়ুন কবিরের নিকট জমির কাগজ দিয়ে ৩ টাকা হাওলাত নেন।টাকা হাওলাত নেওয়ার পর সময় মত টাকা ফেরত দিলে ও জমির কাগজ ফেরত দেননি। এদিকে সুরমান আলীর মোবাইল ফোনে কথা হলে কাগজ ফেরত দেওয়ার জন্য মল্লিকপুর ব্রীজে আসতে বলে একথা শুনে সুরমান আলী মল্লিক পুর ব্রীজে গেলে অতর্কিত ভাবে সন্ত্রাসী কায়দায় মারপিট, শ্বাস রোধ করে মেরে ফেলার চেষ্টা করে। সে সময় এলাকাবাসী ও পথচারী এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি আছেন।বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীরগঞ্জ থানায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
বিভাগ