Type Here to Get Search Results !

পীরগঞ্জে কৃষক প্রশিক্ষণ

শেখ সমশের আলী, পীরগঞ্জ প্রতিনিধি : ২০২২-২৩ অর্থ বছরে লেবু জাতীয় ফসল চাষের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্প এর আওতায় প্রদর্শনী কে লাভ জনক করার উদ্দেশ্যে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বুধবার সকাল ৯টায় পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃপক্ষ উপজেলা পরিষদ সভা কক্ষে এর আয়োজন করেন। ৩০জন প্রকৃত কৃষকদের দিন ব্যাপি প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেন, জেলা প্রশিক্ষণ অফিসার ডিএই ঠাকুরগাঁও কৃষিবিদ মোছম্মাৎ শামীমা নাজনীন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) ঠাকুরগাঁও, কৃষিবিদ নইমুল হুদা সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ লায়লা আরজুমান বেগম প্রমুখ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোফাজুল হক, সংবাদ কর্মী ও প্রশিক্ষণার্থী কৃষকরা উপস্থিত ছিলেন।
বিভাগ