শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও )প্রতিনিধি : সোমবার সকাল ১১ টায় পৌর শহরের পূর্ব চৌরাস্তায় স্থানীয় সংবাদকর্মীরা সমাবেশ করেছে।
ডিজিটাল নিরাপত্তা আইন ও বিধিমালা বাতিল করা, সাংবাদিক শামসুজ্জামান সহ কারাগারে বন্দি থাকা সকল সাংবাদিককে মুক্তির দাবিতে এ সমাবেশ করা হয়। পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সাধারণ সম্পাদক এন.কে রানা এর আয়োজন করেন। সভায় বক্তব্য দেন- ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য পীরগঞ্জ থানা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ।
অন্যান্যর মধ্যে পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক এন.কে রানা, সাংবাদিক কাজী নজরুল ইসলাম, মোকাদ্দেস হায়াত মিলন, বিষ্ণু পদ রায়, মামুনুর রশিদ প্রমুখ।