Type Here to Get Search Results !

কৃষকের মাঠ দিবস

শেখ সমশের আলী, পীরগঞ্জ প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের এখতিয়ারপুর ব্লকের কৃষকদের নিয়ে বৃহস্পতিবার মাঠ দিবসের আয়োজন করেন উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃপক্ষ। ২০২২-২৩ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীতে আলু চাষীদের সাফল্য সম্পর্কে আলোচনা করা হয়।
লেবেলা জাতের উচ্চ ফলনশীল আলু চাষ করে কৃষকরা লাভবান হয়েছে বলে সুফল ভোগীরা জানান। কৃষকদের আলু চাষের পাশাপাশি অন্যান্য নিরাপদ ও লাভজনক ফসল উৎপাদন করতে কৃষকদের পরামর্শ দেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম।
ওই সময় উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান, ঠাকুরগাঁও জেলা কৃষি অফিসের সিনিয়র প্রশিক্ষক শামীমা নাজনীন, ৫নং সৈয়দপুর ইউনিয়নের উপ-সহকারি কর্মকর্তা আশরাফুল আলম, পরকিৎ চন্দ্র রায়, রফিকুল ইসলাম, কৃষক, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিভাগ