শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের বৃদ্ধিগাঁও গ্রামে ২’শ টাকার জন্যে এক শ্রমিককে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে ওই গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে দিনমজুর জয়নদ্দিন ওরফে টুরানা (৪৫) একই গ্রামের কামরুজ্জামান ও হরিবদ এর পাকা সরিষা কাটার জন্যে দিনমজুর জয়নদ্দিনের সাথে ১২’শ টাকায় মৌখিক চুক্তি করে। জয়নদ্দিন পাকা সরিষা কেটে কামরুজ্জামানের কাছে শ্রমের টাকা আনতে গেলে, কামরুজ্জামান জয়নদ্দিনকে ২’শ টাকা কম দেয়। এই ২’শ টাকা কম দেওয়ার জের ধরে কামরুজ্জামান ও হরিবদ জয়নদ্দিনের সাথে বুধবার রাতে বাগ বিতন্ডায় জড়িয়ে পড়ে। কামরুজ্জামান ও হরিবদ ওই সময় জয়নদ্দিনের গলা চিপে ধরে। শ^াসরোধ হয়ে জয়নদ্দিন সেখানেই মারা যায়। এ ব্যাপারে বৃহস্পতিবার কামরুজ্জামান ও হরিবদ কে আসামী করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গাবুর আলী সরদার জানায়, মামলার নিরপেক্ষ তদন্ত কার্যক্রম চলছে এবং আসামীদের গ্রেফতার করার তৎপরতা অব্যাহত রয়েছে।