॥ সাদিক সাকলায়েন ॥
আমি চুপ হলে
চুপ হয়ে যায় সমস্ত আকাশ, খোলা মাঠ
বালুবাহী নদীর স্রােত আপন মনে
টেনে নিয়ে আসে অতীতের আনজাম
অবসরের আলগা বৈঠক ছেড়ে
বেরিয়ে যাবার মতো
তোমার কণ্ঠ থেকে নিঃশব্দে ঝরে যায়
গভীর শিশির
তুমি চুপ হলে
চুপ হয়ে যায় কবির কল্লোল, কাব্যের কাঁপন
শব্দ ভিক্ষে চায় কাপে কাপে টোকা লাগা
কলাবতী বিকেলের কাছে
আমরা যদি নিশ্চুপ হয়ে যাই
নীরবতার পাঁজরে দপদপ করে ওঠে
বলতে না পারার ব্যথা
হাতজোড় ইশারায় জাগে করুণ মিনতি-
একদিন কুয়াশার পাশে বসে
নিবিড় কথপোকথনে উঠে আসবে
শীতল চিতল
পাড় ছুঁয়ে ছুঁয়ে
দ্রুত নেমে যাওয়া হাঁসের ঝাঁক
আলোড়ন তুলে দেবে জলের কিনারে।