শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ থানা পুলিশ জগথা রেল স্টেশন এলাকা থেকে এক মহিলা পকেটমারকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাণীশংকৈল উপজেলার গোগর গ্রামের মমতাজ আলীর কন্যা মমিনা আক্তার ওই এলাকায় পকেটমারি করার জন্যে আসে।
গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার এস.আই মুকুল সেন ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়। তাকে গ্রেফতার করে ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।