Type Here to Get Search Results !

খানসামায় কয়েলের আগুনে পুড়লো ৩ঘরসহ ৮ গবাদিপশু ও হাঁস-মুরগি

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : কয়েলের আগুনে দিনাজপুরের খানসামা উপজেলার পশ্চিম হাসিমপুর গ্রামে পুড়ে ছাই হয়েছে ৩ টি ঘরসহ ৮টি গবাদিপশু ও প্রায় ২০ টি হাঁস-মুরগি।
ঘটনাটি মঙ্গলবার মধ্যরাতে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুর সর্দার পাড়ায় পুলিশের এসআই মামুনের বাসায় ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ঐ বাড়ির বাসিন্দারা নিজ নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে যায়। কিন্তু মধ্যরাতে গোয়াল ঘরে আগুন দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। ততক্ষণে গোয়াল ঘর, খড়ি ঘরসহ ৩টি ঘর, ৩টি গরু, ৫টি ছাগল ও ২০ টি হাঁস-মুরগি পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৪-৫ লক্ষ টাকার ক্ষতি হয়।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, কয়েলের আগুনেই অনাকাঙ্খিত এই ঘটনা ঘটেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছে। এমন ঘটনা রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
বিভাগ